Wednesday, November 12, 2025
HomeScroll২৬-এর ভোটের লড়াইয়ে শমীকের টিমে এই ৫ পুরনো নেতা, বাদ গেলেন কারা?
Shamik Bhattacharya

২৬-এর ভোটের লড়াইয়ে শমীকের টিমে এই ৫ পুরনো নেতা, বাদ গেলেন কারা?

২০২৬ এর নির্বাচন শমীক ভট্টাচার্য্যের কাছে বড় চ্যালেঞ্জ

ওয়েবডেস্ক- ২০২৬ বাংলায় বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। এখন চলছে নির্বাচনী কর্মকাণ্ড এসআইআর (SIR)। সেই প্রক্রিয়া শেষে সম্ভবত সামনের বছর মার্চে ভোট হতে পারে।

সেপ্টেম্বরেই বিজেপির রাজ্য কমিটি (BJP State Committee )। রবিবার দিল্লিতে চূড়ান্ত বৈঠক। কোন টিম নিয়ে ২০২৬ এ বিধানসভা ভোট লড়বেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya, তা চূড়ান্ত হবে রবিবার। আজই কেন্দ্রীয় নেতৃত্ব ও অবজাভারদের সঙ্গে জরুরি বৈঠক।

চলতি বছরে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। ২০২৬ এ নির্বাচন এবার তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। অবশেষে তৈরি হল শমীকের টিম। পুরনো নতুন মিলে সেই টিমে এলেন বেশ কিছু পুরনো রাজ্য নেতা। রাজ্য সভাপতির পর সবচেয়ে  গুরুত্বপূর্ণ পাঁচ সাধারণ সম্পাদক পদে। সম্ভাবনার উঠে আসা তালিকায় রয়েছেন রীতেশ তেওয়ারি, রাজু মুখার্জি, নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটাজি, জ্যোতির্ময় সিং মাহাতো।  ‌

সূত্রের খবর অনুসারে, এই সম্ভবনা টিম ঠিক থাকলে, বর্তমান টিম থেকে বাদ গেলেন জগন্নাথ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল। এই মুহূর্তে এটি বিজেপি কর্মীদের কাছে বড় খবর। নিশ্চই এটা বর্তমান  বিজেপি কর্মী দের  কাছে বড় খবর।

আরও পড়ুন- অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের!

সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চ্যাটার্জি বদল হচ্ছেন। তার জায়গায় আরএসএস থেকে দুজনের নাম আসছে। পঙ্কজ মন্ডল, এবং আরও একজন। ২০২৬ বিধানসভায় এই তিনজনই প্রার্থী হতে পারেন। দলের মুখপাত্র  সম্ভবনায় নাম সায়ন্তন  বসু এবং দেবজিৎ সরকারের। এক সময় বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য এই পদে ছিলেন। চেষ্টা করা হচ্ছে , বিধায়কদের গুরুত্ব পূর্ণ পদ থেকে অব্যহতি দেওয়া।‌ বর্তমান কমিটির  পদাধিকারীর কাউকে সহ সভাপতি এবং সম্পাদক পদে রাখা হচ্ছে। ১০ জন সম্পাদক ও ১২ জনকে সহ সভাপতিতে পুরনো বিজেপির অনেককে দেখা যাবে। সূত্রের খবর এই নামের তালিকা কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস অনুমোদন পেলেই  প্রকাশ করা হবে।

দেখুন আরও খবর-

Read More

Latest News